সরকার উচ্ছেদ ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব নয়: রব

0

সরকার উচ্ছেদ ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক বিপর্যয় এড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ”ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তিন মাস পর টাকা দিয়েও খাবার পাওয়া যাবে না। চলমান অর্থনৈতিক দুরবস্থায় ‘সামনে মহাবিপদ’ অপেক্ষা করছে।”

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন জেএসডি সভাপতি।

আবদুর রব বলেন, ‘ক্ষমতা পরিবর্তনের লড়াইয়ে রাজপথে নতুন গণশক্তির উত্থান ঘটেছে। যুবক ও তরুণদের উত্থান ঘটেছে। আজকে বিভাগে বিভাগে মানুষ চাটাই নিয়ে, খড় নিয়ে, চিড়া-গুড় নিয়ে হেঁটে সমাবেশে যোগ দিচ্ছে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ভদ্রভাবে ক্ষমতা ছেড়ে দিন। নাহলে পরে পালাতেও পারবেন না। যাঁদের স্বজন খুন-গুম হয়েছেন, তাঁরা পালাতে দেবেন না।’

এ সময় জেএসডি সভাপতি সাংবিধানিক কমিশন গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগ ঢেলে সাজানোসহ গণতন্ত্র প্রতিষ্ঠার ১০ দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘এসব কার্যকর করতে হলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। সবাই প্রস্তুত হন। জীবনবাজি রেখে ক্ষমতা পরিবর্তনে লড়াই করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com