মুক্তির জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে: জিএম কাদের

0

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও র্সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশের মানুষ যেন খাঁচায় বন্দি হয়ে আছে। তাদের মুক্তির জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় যুব সংহতি এ আলোচনা সভার আয়োজন করে।

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি। বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন। সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে। দলে বিভক্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।

তিনি আরও বলেন, সোনার খাঁচায় বন্দি একটি পাখি কখনোই সুখি হতে পারে না। ঠিক তেমনি অধিকার ছাড়া কোনো দেশের মানুষ ভালো থাকতে পারে না। বর্তমানে দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশের মানুষ চায়, তারা ভোট দিয়ে ইচ্ছেমত ব্যক্তিকে ক্ষমতায় বসাবেন। আবার, অপছন্দ হলে তাকে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন।

জাপা চেয়ারম্যান বলেন, মানুষের ভোটাধিকার অকার্যকর করা হয়েছে। মানুষ প্রতিবাদ করতে পারছে না, বিক্ষোভ করতে পারছে না। দেশের গণমাধ্যমও অকার্যকর হয়ে যাচ্ছে। ইচ্ছে করলেই সঠিক তথ্য প্রকাশ করতে পারছে না। সাধারণ মানুষ হচ্ছেন দেশের মালিক। তাদের মালিকানা ছিনতাই হয়ে গেছে। দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেশের যুব সমাজকে সংগ্রাম করতে হবে। এজন্য যুব সমাজকেই প্রস্তুতি নিতে হবে।   এদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এদেশ আমাদের, এদেশের মালিক সাধারণ মানুষ। দেশের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com