জনগণই সরকারকে বিদায় দিতে সংগঠিত হচ্ছে: ডা. জাহিদ

0

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঠ (বেলস পার্ক) পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান এবং ভাইস চেয়ারম্যান ও বরিশালের গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টায় বেলস পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৩ নভেম্বর রাত থেকেই গণসমাবেশের মাঠে মানুষ জমায়েত হতে শুরু করবে। এই মাঠে যাতে জমায়েত বড় না হয় সেজন্য সরকার এবং শাসক দলের পক্ষ থেকে নানা অপকৌশল নেওয়া হচ্ছে। তারা বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করছে। এরকম অপচেষ্টা তারা চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরেও করেছিল। কিন্তু সফল হতে পারেনি। বিএনপির গণসমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। আর তাতেই আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে।’

ডা. জাহিদ আরও বলেন, ‘বরিশালের সমাবেশ গণসমাবেশ। এটা শুধু বিএনপির সমাবেশ না, মানুষের দাবির সমাবেশ। মানুষ এখন এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। এজন্যই আগামী ৫ নভেম্বর (শনিবার) বেলস পার্ক মাঠের গণসমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম সমাবেশ। বাস, লঞ্চসহ সব ধরনের যানবাহন বন্ধ করে আওয়ামী লীগ সরকার আমাদের গণসমাবেশগুলো সফল করতে সাহায্য করছে। কারণ যানবাহন বন্ধ থাকলে মানুষ ক্ষেপে যায়। আর তাতে গণসমাবেশগুলোতে জমায়েত বেশি হয়। জনগণ এখন এই সরকারকে বিদায় করার জন্য সংগঠিত হচ্ছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com