সরকারকে রাজশাহীতে হলুদ আর ঢাকায় লাল কার্ড দেখানো হবে: দুলু

0

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী থেকে সরকারকে হলুদ কার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণে করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, ৩ ডিসেম্বরের সমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় দেখানো হবে লাল কার্ড।

এই সরকার কোনোভাবেই ক্ষমতায় থাকতে পারবে না।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু একথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই- রাজশাহী বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ দিতে হবে। সরকারকে বিএনপির অবস্থান বুঝিয়ে দিতে হবে। কারণ এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না, আমরা হতে দেব না। এজন্য যুগপৎ আন্দোলন হবে। আপনারা প্রস্তুত থাকুন।

বেলা ১১টায থেকে শুরু হয়ে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা চলে দুপুর ২টা পর্যন্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com