অর্থনৈতিক সংকটে রাজনৈতিক ঐক্যের পরিবর্তে বড় দুই দল শো-ডাউনে ব্যস্ত: বাবলা

0

র্থনৈতিক সংকটের মধ্যে রাজনৈতিক ঐক্যের পরিবর্তে দেশের দুই প্রধান রাজনৈতিক দল শো-ডাউনে ব্যস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

গতকাল সোমবার (৩১ অক্টোবর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অসাধু ব্যবসায়ীদের কারণে দ্রব্যমূল্য বাড়লেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

বাবলা বলেন, প্রধানমন্ত্রী দুর্ভিক্ষের কথা বলেছেন। দেশের এই মহাসংকটের মধ্যে রাজনৈতিক দলের মধ্যে যখন ঐক্য দরকার। তখন আমাদের দেশের প্রধান দুই দল ব্যস্ত হয়েছে শো-ডাউনের রাজনীতিতে। কার দলের মিটিংয়ে কত লোক হয়েছে, সেই হিসাব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মহা ব্যস্ত রয়েছে। দুই দলের নেতারা একে অন্যের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুঁড়ি করছেন।

তিনি বলেন, এই মহাসংকটের মধ্যে দলের নেতাদের উচিত দায়িত্বশীল হয়ে কীভাবে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় তা নিয়ে আলাপ-আলোচনা করা। সরকারি দল হিসেবে মূল দায়িত্ব আওয়ামী লীগের উপর বার্তায়। কাঁদা ছোঁড়াছুঁড়ি ও দলাদলি বাদ দিয়ে দেশ ও মানুষের স্বার্থে সব রাজনৈতিক দল দায়িত্বশীল হয়ে মানবতার জন্য রাজনীতি করতে তিনি আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com