আ.লীগ সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দেশে দারিদ্র বাড়ছে: ড. মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা করতে হবে। যে নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দিতে পারবে। মেশিনের মাধ্যমে নয়, ইভিএমে নয়, নিজের হাতে যেন ভোট দিতে পারে। সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দারিদ্র ক্রমেই বাড়ছে। দারিদ্রের হার আজ ২০ শতাংশ থেকে ৪২ শতাংশে উন্নীত হয়েছে। জনগণ এ সরকারের বিরুদ্ধে আজ জেগে উঠেছে। বিশ্বের কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি, তাই আমরা সমমনা দলসহ সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় গতকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ড. খন্দকার মোশাররফ এসব কথা বলেন। এ সময় তিনি সব বাধা-বিপত্তি উপেক্ষ করে আগামী ২৬ নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। কুমিল্লায়ও ধর্মঘট ডাকা হলে বিকল্প উপায়ে সমাবেশে আসার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

ড. খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি খাদের কিনারায় চলে গেছে। দেশের রিজার্ভের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশে বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত নাজুক। লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। দেশের মানুষ বিচার পায় না। ক্ষমতায় টিকে থাকতে বিচার ব্যবস্থাকেও সরকার কুক্ষিগত করে রেখেছে। আমরা সমাবেশ করব, এটারও স্বাধীনতা নাই। সরকার নার্ভাস হয়ে আমাদের সমাবেশে বাধা সৃষ্টি করছে। সরকার শ্রমিকদের বাধ্য করছে স্ট্রাইক করার জন্য। চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও খুলনায় সমাবেশ হয়েছে। আমাদের সমাবেশ যখন শেষ, পরিবহন ধর্মঘটও শেষ। তারা পরিবহন ধর্মঘট করছে যেন আমাদের সমাবেশে মানুষ আসতে না পারে। কিন্তু মানুষ সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার ফরমায়েশি রায়ে আমাদের নেত্রী গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে। তিনি গণতন্ত্র মুক্তির আন্দোলন করছিলেন। সেই আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে। আমাদের আগামীর যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের দাবি, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে রায়, সেই রায় বাতিল করতে হবে এবং তাকে দেশে এসে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com