শেখ হাসিনার ম্যাজিকটা আমাদের বুঝতে হবে: মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। আমাদের এই ম্যাজিকটা বুঝতে হবে। ম্যাজিকটা হলো বিএনপি-জামায়াত নেত্রী খালেদা জিয়া ফটোসেশনের জন্য ভালোবাসা দেখান আর শেখ হাসিনার ভালোবাসা হলো কৃষক এবং জনগণের প্রতি ভালোবাসা।
গতকাল রোববার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে কৃষক লীগের উদ্যোগে ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস পালনের কৃষক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ কৃষি খাতকে কৃষি যান্ত্রিকীকরণ থেকে শুরু করে কৃষকদের সার, বীজ, কীটনাশক সহজলভ্য করে তুলেছেন শেখ হাসিনা।