বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে কি সংসদ অচল হয়ে যাবে? প্রশ্ন কাদেরের
রংপুরের সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন্দ্র থেকে নির্দেশ দিলেই দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করবেন। তারা যদি পদত্যাগ করেন-ই, তাহলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে কিনা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।
রোববার (৩০ অক্টোবর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, তাদের হুমকির কি আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। সাতজন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।