পলিটিক্স এখন পলিট্রিক্স হয়ে গেছে: শামীম ওসমান

0

আওয়ামী লীগের জন্য আরও ত্যাগী নেতাকর্মী প্রত্যাশা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আগে রাজনীতি ছিল স্বচ্ছ। এখন পলিটিক্স হয়ে গেছে পলিট্রিক্স।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে চাষাঢ়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, এই যে সারোয়ার, মাকসুদ, লাল, শাহীন, ওদের পুরো ব্যাচটাই বড্ড আগে আগে চলে গেল। নারায়ণগঞ্জে ওদের আরও দরকার ছিল। আমাদের দেশের জন্য দরকার ছিল।

তিনি বলেন, এখনকার সময় এত নিঃস্বার্থ ত্যাগী এবং সাহসী নেতাকর্মী কম পাই৷ এমন নেতাকর্মী দেশে খুব কম আছে। আমিও গর্ববোধ করি ওদের নিয়ে কাজ করতে পেরেছি। আমরা ওদের মত আরও ত্যাগী নেতাকর্মী চাই। আগে রাজনীতি ছিল স্বচ্ছ। এখন পলিটিক্স হয়ে গেছে পলিট্রিক্স। এরা দীর্ঘদিন রাজনীতি করেছে কিন্তু কখনও কোনো পদ পদবী চায়নি।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে ছাত্র রাজনীতিতে সে সময় এমন অবস্থা ছিল যে আমাদের গ্রেফতার করার আগে পুলিশকে চিন্তা করতে হতো যে, ওদের গ্রেফতারে সারা নারায়ণগঞ্জ জ্বলে ওঠবে। সেসময় পুলিশের ওসি ছিলেন আফাজ সাহেব। গোপনে এসে বললেন, ‘আমার চাকরি চলে যাচ্ছে। একজন কাউকে যদি দিতেন। ’ তখন এরা ঝগড়া লেগে গেল যে- কে গ্রেফতার হবে। তখন সারোয়ারের নামে বেশি ওয়ারেন্ট ছিল। আমরা তাকে যেতে দিতে চাইনি৷ তখন লটারিতে মাকসুদের নাম ওঠে এবং সে গাড়িতে ওঠে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com