স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি: খাদ্যমন্ত্রী

0

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি করে বিএনপি। দলটির মহাসচিব ফখরুল ইসলাম এখনও বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম। তার কথায় স্বাধীনতা বিরোধীরা স্বস্তি পায়।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে সাপাহারে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে ১ নম্বর সাপাহার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নারীরাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। বর্তমান সরকার অনেক কর্মসূচি নিয়েছে- যার সরাসরি উপকারভোগী নারী। দরিদ্র সন্তানের লেখা পড়ার খরচ অভিভাবকের মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সরকার। উন্নয়নের সঙ্গে জনগণকে পরিচয় করিয়েছেন শেখ হাসিনার সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। ভুল বুঝিয়ে গ্রামের মা বোনদেরকে যাতে কোনো দল বা ব্যক্তি বিভ্রান্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com