আ.লীগ জাতীয় পার্টিকে কৃতদাস বানাতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়: জিএম কাদের

0
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলাম, এরপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না। আমরা বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম আমাদের বানাল অঙ্গসংগঠন, তারপর বানাল চাকর, এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ক্রীতদাস বানাতে চায়। আমরা কি করব না করব সবকিছুতে তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাই না, আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই।

 

গতকাল শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।

 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা গত অর্থবছরে মাত্র এক বছরে সুইজারল্যান্ডে চার লাখ কোটি টাকা পাচার করছে। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেওয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে এবং এ করণেই আর কোনো রিজার্ভ থাকবে না।’
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com