বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: আবু নাসের

0

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, সরকারের সব অপচেষ্টা ও অপকৌশল বানচাল করে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এজন্য বিএনপি কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে জনতার স্রোত ঠেকানো যাবে না।

গতকাল শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাবাদ ইউনিয়নের টিম প্রধান মাহবুবুল আলম বাবুল। বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান নানটু, সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাসুল কবির ফরহাদ, ছাত্রদল সদর উপজেলা আহ্বায়ক আবদুল কাদের মোল্লা প্রমুখ।

বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com