গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট: ট্রেনে করে সমাবেশে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

0

বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশের দুদিন আগে পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা মোটর মালিক সমিতি। সড়ক-মহাসড়কে হয়রানি ও অবৈধ যানবাহনের চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।

এ অবস্থায় শনিবার বিএনপির গণসমাবেশে যেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। এজন্য ট্রেনকে বেছে নিয়েছেন তারা। নীলফামারীতে ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ডোমার রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, হাতে কাঁথা-কম্বল নিয়ে শত শত নেতাকর্মী ট্রেনের জন্য অপেক্ষা করছেন। দলীয় স্লোগানে মুখরিত স্টেশন প্ল্যাটফর্ম। খানিক বাদেই তিতুমীর এক্সপ্রেস এলে ট্রেনের ওঠার প্রতিযোগিতা শুরু হয়।

একই চিত্র দেখা গেছে নীলফামারী রেলওয়ে স্টেশনে। পরিবহন বন্ধ থাকায় সেখানেও ছিল তুলনামূলক ভিড়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com