মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়: সোহেল

0

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের সমর্থন হারিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন করছে। শত বাধা উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষের যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।

এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের ওপর নির্ভর করে দেশ চালাতে চাচ্ছে সরকার কিন্তু জনগণ তা এ দেশে আর হতে দেবে না।

হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, বিএনপির সমাবেশ বানচাল করার জন্য শেখ হাসিনা সরকারের ইশারায় বাস মালিকরা হরতাল ডাকেন। তারপরও সমাবেশগুলো সফল হচ্ছে। লাখ লাখ মানুষ পায়ে হেঁটে, ভ্যানে, ট্রেনে ও নৌকায় করে সমাবেশস্থলে আসছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com