বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পিছে আছে, আওয়ামী লীগের পিছে নেই: মান্না
সম্প্রতি আওয়ামী লীগের সমাবেশগুলোতে লোকসমাগম হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমি বিএনপি না করলেও বিএনপির সমাবেশে আমি আনন্দিত। বিএনপি দেখিয়েছে মানুষ তাদের পিছে আছে, আওয়ামী লীগের পিছে নেই।
মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলেছিল বিএনপি কি আন্দোলন করতে জানে? মানুষ আসে? এখন কী দেখেন? খালি মানুষ আর মানুষ। লঞ্চ বন্ধ করে দেয়, রেল বন্ধ করে দেয়; সবকিছু বন্ধ করে দেয় কিন্তু মানুষের আসা বন্ধ হয় না। এগুলা একটা অভ্যুত্থানের মতো। মানুষ জেগেছে, সেই তুলনায় সত্য কথা হলো আমরা জাগিনি।
শুক্রবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সমাবেশে মানুষের জোয়ার দেখে আওয়ামী লীগ এখন সমাবেশ করার কথা বলছে। আওয়ামী লীগ একটা-দুইটা সমাবেশ করলেই তাদের মন খারাপ হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে জেগেছে। আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে। মানুষ বিদ্রোহ করেছে।
মান্না আরও বলেন, আওয়ামী লীগের পতন এখন দিনের ব্যাপার। এমন একটা সময় আসবে জনগণ নামবে, দেশে অর্থনীতি খারাপ হবে। সবকিছু মিলে সরকারের পালাবার পথ থাকবে না।