ন্যাটোর সঙ্গে নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসছেন এরদোগান

0

ন্যাটোর সঙ্গে নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে নভেম্বরের প্রথম সপ্তাহে আলাচনায় বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এই বৈঠকে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ছাড়াও সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ওল্ফ ক্রিস্টারসনও অংশ নেবেন। খবর আনাদোলুর।

আগামী ৪ নভেম্বর তুরস্কের ইস্তানবুলে ন্যাটোর এ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটো সদস্য করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

আগামী ৮ নভেম্বর আঙ্কারায় সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও নরডিক অঞ্চলে ন্যাটোর কর্মকাণ্ড নিয়েও আলোচনা করবেন এরদোগান।

উল্লেখ্য, ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক এর আগে ফিনল্যান্ড ও ইউক্রেনকে ন্যাটো সদস্য করার বিষয়ে আপত্তি জানিয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com