‘আন্দোলনে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে’

0

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, ‘ক্ষমতাসীন এই অবৈধ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা দুর্বল হয়ে পড়েছে। শুধুমাত্র প্রশাসনের ছত্রছায়ায় ক্ষমতায় টিকে আছে। কিন্তু জনতার জোয়ারে তারা ভেসে যাবে। সেজন্য দরকার এক দফার আন্দোলন। যে আন্দোলনের ডাক যেকোনো সময় আসবে। তার জন্য প্রস্তুতি নিন। সবাইকে আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।’

গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের এই কর্মসূচিতে ঘিরে সকাল থেকেই জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হতে থাকেন। এক পর্যায়ে তা সমাবেশের মতো রূপ ধারণ করে। এ সময় পদপ্রত্যাশী নেতাকর্মীদের শোডাউনে আর বিভিন্ন স্লোগানে পুরো সভাস্থল প্রকম্পিত হতে থাকে।

এসএম জিলানী বলেন, ‘দেশের অস্তিত্ব রক্ষায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করছে। আগামীতেও আমরা সেই ধারা অক্ষুন্ন রেখে এক দফার আন্দোলনকে তরান্বিত করতে জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত রয়েছি।’

মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হালিম মোল্লা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী। তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে শুধু পদ-পদবিই মূল বিষয় নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এজন্য একটি ওয়ার্মআপ হচ্ছে আজকের জনাকীর্ণ কর্মিসভা।’

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com