দেশের অর্থনীতি আওয়ামী লীগের কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে: ডা. শাহাদাত

0

আগামীতে মোমবাতি বা হারিকেনের আলোতে উন্নয়নের গল্প শুনতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, আমাদের দেশের অর্থনীতি আওয়ামী লীগের কবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যুৎ উৎপাদনের নামে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। ফলে বিদ্যুৎ উৎপাদন ও বিপণন ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত। সারাদেশে বিদ্যুৎ আসে আর যায়। হয়তো রাতে আর বিদ্যুতের দেখা নাও যেতে পারে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল ও অঙ্গসংগঠন আজ ঐক্যবদ্ধ।

আন্দোলন-সংগ্রামে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন তারেক রহমানের যে কোনো নির্দেশ পালনে বদ্ধপরিকর বলে জানান চট্টগ্রাম বিএনপির এই নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com