দেশের অর্থনীতি পঙ্গু করার প্রধান কারিগর গণতন্ত্রবিরোধী আওয়ামী লীগ: সুব্রত চৌধুরী
আওয়ামী লীগকে দেশের অর্থনীতি পঙ্গু করার প্রধান কারিগর (প্রকৌশলী) বলে আখ্যা দিয়েছেন গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরাম সম্পাদক পরিষদের সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিকভাবে বিপর্যয়। এমন অবস্থায় অর্থমন্ত্রী লাপাত্তা। কোনো জবাবদিহিতা নেই! গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দেশের অর্থনৈতিক অবকাঠামোর দুরবস্থায়ও মন্ত্রীর কোনো হদিস নেই।’
সুব্রত চৌধুরী বলেন, বিরোধী মতের সভা-সমাবেশ ভন্ডুল করতে গণ পরিবহন বন্ধ করে দিয়ে প্রমাণ করছে এ সরকার জনগণের দুশমন সরকার।