ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুবলীগের হামলা, আহত ৬
ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন দিপুন জানান, পৌর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের বাসভবনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন চলছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আলম। এর কিছুক্ষণ পরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তাদের লক্ষ্য করে বাসভবনে ইটপাটকেল নিক্ষেণ করেন। পরে তারা বাসা থেকে বেরিয়ে এলে হামলা চালানো হয়। এতে তাদের ছয়জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।