চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

0

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি নসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার (৪৩), সদস্য মো. নঈমউদ্দীন চৌধুরী (৪৮), সদস্য ইকবাল হায়দার চৌধুরী (৪০), আব্দুল আলীম (৩৬), মো. আজিজ (৩৪), মো. বেলাল উদ্দিন বাদশা (২২), মুরাদুল আলম (৪০), মো. আরমান (২৪), মো. ওমর ফারুক (২২) এবং মো. তোফায়েল আহম্মেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কিন্তু এতে বাধা দেয় পুলিশ।

পুলিশ বলছে, অনুমতি না নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা রাস্তায় মিছিল করছিল। বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে চার পুলিশ সদস্য আহত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com