সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে: রব

0

সংকটে রয়েছে দেশ। এ অবস্থায় সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

বুধবার (২৬ অক্টোবর) জেএসডির কেন্দ্রীয় সম্মেলন ও সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, মুদ্রাস্ফীতি, অস্বাভাবিক উচ্চমূল্য, খাদ্য ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ব্যর্থ সরকারের ‘লাল বাতি’ জ্বলে উঠেছে। তাই সরকারের বিদায় ছাড়া বিদ্যমান সংকট নিরসনে আর কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জেএসডি সভাপতি বলেন, আবহাওয়া অধিদপ্তরের মতো সম্ভাব্য দুর্ভিক্ষের পূর্বাভাস দিয়ে জনগণকে ভীতসন্ত্রস্ত করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সরকারের কাজ হচ্ছে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় দ্রুত আগাম ব্যবস্থা করে জনগণকে স্বস্তি দেওয়া।

দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়ে সরকার নিজ ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে জানান আবদুর রব।

তিনি বলেন, কয়েক বছর ধরে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের গল্প দিয়ে দেশের মানুষকে সরকার দুর্দশার গভীরে ডুবিয়ে দিয়েছে। প্রতিদিন মানুষের জীবনযাত্রার মান নিম্নতর হচ্ছে। আর্থিক দুরবস্থা সর্বত্র সংক্রমিত হওয়ায় দেশের সাধারণ মানুষ আজ ভীতসন্ত্রস্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com