ভারতীয় নাগরিক সুজিতকে গ্রেপ্তার ও হয়রানি না না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

0

বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার পথে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

গত বুধবার বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। লিন্ডে বাংলাদেশ কোম্পানি পিটিশনার হয়ে এ রিট দায়ের করেছেন। স্বরাষ্ট্র সচিব, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিট সূত্রে জানা যায়, লিন্ডে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সুজিত কুমার পাইয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খোন্দকার এরশাদ জাহান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com