বিএনপির সমাবেশ ঠেকাতে সরকারই পরিবহন ধর্মঘট ডেকেছে: সাকি

0

বিরোধীদলের জনসভা ঠেকাতে সরকার নিজে পরিবহন ধর্মঘট ডেকেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, দেশে ইলেকশন নাই, ভোটাধিকার নাই। অথচ টকশোতে কুসুম কুসুম আলোচনা চলছে।

গতকাল শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (টাফ্) প্রয়াত সভাপতি শাহ আতিউল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, রাষ্ট্র হচ্ছে শ্রেণিসমূহের দ্বন্দ্ব ও মীমাংসার জায়গা। কিন্তু আজকের বাংলাদেশে সে পরিস্থিতি নেই। শ্রমিকরা অধিকার, মজুরি, শ্রমপরিবেশ এবং ন্যূনতম ব্যবস্থা কিছুই পাচ্ছে না।

তিনি বলেন, এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচনের দিন ভোট দিলেও আপনার ভোট গণনা হবে না, আপনার প্রার্থী জিতবে না। আজকে রাষ্ট্রে স্পেস নাই, ন্যূনতম গণতান্ত্রিক জায়গাগুলোও বন্ধ করা হয়েছে। কাজেই জনগণের অধিকারের নানা প্রশ্ন তোলার উপায় সংকুচিত এবং রাজপথের লড়াইয়ে কেবল ভয়, আতঙ্ক ও অনৈক্যের অবস্থা। শাহ আতিউল ইসলামরা পাকিস্তান আমলেও এ অঞ্চলে যেমন শ্রমিক আন্দোলনের সংগ্রাম এবং অধিকার আদায় করতে পেরেছিলেন বাংলাদেশে বর্তমানে সে পরিস্থিতিও নাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com