ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই: সংসদের ডেপুটি স্পিকার

0

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

তিনি বলেছেন, অগ্নিসন্ত্রাস, মাদক ও অপরাজনীতিকে রুখে দিতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগতে হবে। আওয়ামী লীগের কর্মীরা জেগে থাকলে কোনো সংকটই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। এ এলাকার প্রতিটি ঘরকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারও নেই।

শনিবার (২২ অক্টোবর) পাবনার সাথিয়ার কাশীনাথপুর কলেজ মাঠে আয়োজিত কাশীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার আত্মত্যাগ সম্পর্কে ডেপুটি স্পিকার বলেন, ১৯৭৫ সালে পিতা-মাতাসহ পরিবারকে হারিয়ে ছয় বছর পর জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন। তারপর জনকল্যাণে পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা গ্রহণ করেন তিনি। শেখ হাসিনার জায়গায় অন্য কেউ হলে আজ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। অথচ কী এক মহিমায় বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের বিস্ময়। জাতির পিতা ও তার পরিবারের নেতৃত্বই সারাবিশ্বে বাংলাদেশের পরিচয়কে উজ্জ্বল করে তুলেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com