জাতির পুনরুজ্জীবনে চীনের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জাতির পুনরুজ্জীবনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ছেন শি জিনপিং। চীনের গুয়াংজি ঝুয়াংয়ের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠকে গতকাল সোমবার এই মন্তব্য করেন শি জিনপিং। তিনি কমিউনিস্ট পার্টির ছাতার নিচে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কমিউনিস্ট পার্টির অধীনে চীনাদের ইস্পাতসম ঐক্য গড়ে তুলতে হবে। জাতির পুনর্জীবন তথা উত্থানে এটা দরকার। এর মাধ্যমেই চীন তার গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট।
শি বলেন, সিপিসির এবারের ২০তম ন্যাশনাল কংগ্রেসে দল ও দেশের উন্নয়নে যত কর্মসূচি নেওয়া হবে তা বাস্তবায়ন করতে হবে। সমাজতান্ত্রিক চরিত্রেই চীনকে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেন শি জিনপিং।
উল্লেখ্য, এর আগে রবিবার কংগ্রেসের উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, ‘তাইওয়ান সংকটের সমাধান কীভাবে হবে, সেটা চীনই ঠিক করবে।’
তিনি বলেন, ‘তাইওয়ানে শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না চীন। স্বশাসিত এই দ্বীপটিকে চীনের এলাকা মনে করে বেইজিং।’
শি বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রচেষ্টার সঙ্গে শান্তিপূর্ণ পুনর্মিলনের সম্ভাবনার ওপর জোর দিচ্ছি। তবে আমরা শক্তির ব্যবহার পরিত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ নই এবং তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ থেকে পিছপাও হবো না। প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাই মাথায় রাখছি। সূত্র—রয়টার্স