‘সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়’

0

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম বলেছেন, দেশে খাদ্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে চরম সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়। তার ওপর সরকার দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে একের পর এক এই সংকট বাড়িয়ে তুলছে।

সোমবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ঋণ এবং উন্নয়ন বিষয়ক এশীয় গণআন্দোলন আয়োজিত ‘খাদ্য ও জলবায়ু প্রশ্ন’ বিষয়ক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বদরুল আলম বলেন, ‘বিদ্যুতের অভাবে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী বছর একটি কঠিন দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা প্রতীয়মান হচ্ছে। বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে। ফসল উৎপাদন করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com