‘সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়’
বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম বলেছেন, দেশে খাদ্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে চরম সংকট তৈরি হয়েছে। এ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ খুব বেশি সন্তোষজনক নয়। তার ওপর সরকার দফায় দফায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে একের পর এক এই সংকট বাড়িয়ে তুলছে।
সোমবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও ঋণ এবং উন্নয়ন বিষয়ক এশীয় গণআন্দোলন আয়োজিত ‘খাদ্য ও জলবায়ু প্রশ্ন’ বিষয়ক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বদরুল আলম বলেন, ‘বিদ্যুতের অভাবে কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী বছর একটি কঠিন দুর্ভিক্ষ সৃষ্টির সম্ভাবনা প্রতীয়মান হচ্ছে। বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে কৃষকরা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছে। ফসল উৎপাদন করতে না পারায় তারা মানবেতর জীবনযাপন করছে।’