পীরগঞ্জে এক ভোটও পেলেন না প্রার্থী
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড পীরগঞ্জে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন প্রার্থী। আর সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। নির্ধারিত সময়ে ইভিএমে ভোট ১৪৫টি ভোট পড়েছে।
সাধারণ সদস্য প্রার্থী আমির হোসেন তালা প্রতীকে ১ ভোট, গিয়াস উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ৬০, নুরুর ইসলাম (টিউবওয়েল) শূন্য, মশিউর রহমান (ক্রিকেট ব্যাট) ১, মিজানুর রহমান (টিফিন ক্যারিয়ার) ৩, মোস্তাফিজার রহমান (হাতি) ৭৮ এবং সুবল চন্দ্র রায় (অটোরিকশা) ২২ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে আশামনি হরিণ প্রতীকে ১১ ভোট, সাবিনা ইয়াসমিন (ফুটবল) ৪৯ এবং সেতারা হক (টেবিল ঘড়ি) প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।
প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুল ইসলাম আরও বলেন, ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।
সূত্র : জাগো নিউজ