ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৫

0

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হলো।

এছাড়া ৮৫৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫২৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং বাকি ৩৩২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৮৪৭ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে এক হাজার ৯৫৭ জন ঢাকার মধ্যে এবং ৮৯০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৫ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ হাজার ৪৪৭ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ছয় হাজার ৭৩৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ২২ হাজার ২৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১৬ হাজার ৪৩৮ জন ঢাকার বাসিন্দা, বাকি পাঁচ হাজার ৮০২ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com