গাইবান্ধার মতো খুলনায় ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

0

খুলনায় ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের আগে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন এক চেয়ারম্যান প্রার্থী।

শনিবার খুলনা বিএমএ ভবনে এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী চিকিৎসক শেখ বাহারুল আলম এ অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ করা হচ্ছে এবং খুলনার মেয়র, হুইপ ও সংসদ সদস্যরা নির্বাচনী বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার চেষ্টা করছেন।

আগামী ১৭ অক্টোবর খুলনায় অনুষ্ঠিতব্য নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না বলে সতর্ক করে এই প্রার্থী গাইবান্ধার মতো নির্বাচনে কারচুপি না করতে প্রশাসনের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। তিনি সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরা নজরদারির আওতায় আনার দাবি জানান।

আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত তিন প্রার্থী হলেন- খুলনা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী শেখ বাহারুল আলম ও মুর্তজা রশিদী দারা।

এবারের নির্বাচনে ১০টি ভোট কেন্দ্র থেকে মোট ৯৩৭ জন ভোটার তাদের ভোট দেয়ার কথা রয়েছে।

গত ১২ অক্টোবর বুধবার ভোট কারচুপি ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com