বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের দাফন সম্পন্ন

0

চট্টগ্রামের পতেঙ্গার কাটগড়ে বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে একটি জাহাজডুবির ঘটনায় নিহত চারজনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে তাদের নিজ বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলায় স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

নিহতরা হলেন- মন্ডলগাতী এলাকার খসরু বিশ্বাসের ছেলে সুরুজ বিশ্বাস (২০), একই গ্রামের নুরুল হোসেন মোল্যার ছেলে মো. শিমুল বিল্লাহ (৩৮), খলিশাখালী কামাল হোসেনের ছেলে মো. মনির মোল্যা (১৯) এবং বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজমুল হাসান (২৭)।

এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে মন্ডলগাতী গ্রামের নুরুল হকের ছেলে জাহিদ ও গোলাম রসূল মোল্যার ছেলে মোহাম্মদ হোসেন। তারা প্রত্যেকে ওই জাহাজে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার বেলা পৌনে ৩টার দিকে চট্রগ্রামের পতেঙ্গার কাটগড়ে কর্ণফুলি নদীর বহির্নোঙরে লাইটারেজ জাহাজ ‘এমভি সুলতান সানজা’ নামের বড় জাহাজ পাথরবোঝাই করে ৯ জন নাবিক নিয়ে ফিরছিল। পথে আরেকটি লাইটার জাহাজ এমভি আকিজ লজিস্টিকস-২৩-এর সঙ্গে সংঘর্ষে এমভি সুলতান সানজানা জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া ওই জাহাজটিতে কর্মরত ৯ জনের মধ্যে আটজনের বাড়ি মহম্মদপুর উপজেলায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com