আ.লীগের নেতাকর্মীদের মারধরে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে রিজভী

0
আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত নেতাকর্মীদের দেখতে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ডে গতকাল বুধবার বিভাগীয় গণসমাবেশ করেছিল বিএনপি। ওই সমাবেশে যোগদানের জন্য চট্টগ্রামে আসার পথে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীরাও বাধার মুখে পড়েন।

 

সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরে আহত হন মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এনাম উল হক এনাম, নূরুজ্জামান মাস্টার, আমির হোসেন, খান সাহেব, আলী আজগর কোম্পানিসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তারা চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আহত নেতাকর্মীদের দেখতে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে যান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। ওই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ চট্টগ্রামের স্থানীয় নেতাকর্মীরা।

 

পরে রুহুল কবির রিজভী জানান, এই সরকার ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদগ্রস্ত হয়ে গেছে। তারা চট্টগ্রামে বিএনপির গণসমাবেশে যোগদানের জন্য আগত নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হামলা করেছে। অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

 

তিনি বলেন, এভাবে হামলা মামলা দিয়ে বিএনপির গণসমাবেশে জনস্রোত ঠেকানো যায়নি। একইভাবে সরকারের পতনও ঠেকানো যাবে না।

 

গণসমাবেশে যোগদানের জন্য আসা নেতাকর্মীদের আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com