সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তুরস্কের প্রশংসা করলেন অ্যাঞ্জেলা মার্কেল

0

সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তাদের প্রতি সহমর্মিতা দেখানোয় ২০২২ সালের নানসেন শরণার্থী পুরস্কার পেয়েছেন জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

সোমবার জেনেভায় এক অনুষ্ঠানে তিনি নরওয়ে গবেষক বিজ্ঞানী, কূটনীতিক ও মানবতাবাদী ফ্রিডজফ নানসেনের পর অন্য বিজয়ীদের সাথে এ পুরস্কার গ্রহণ করেন।

এ সময় তিনি ওইসব মানুষদের ধন্যবাদ জানান যারা দেশটিতে শরণার্থী কার্যক্রমে সহযোগিতা ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং শরণার্থীদের পৌঁছাতে সংগঠিত করেছে।

তিন দশমিক আট মিলিয়ন সিরিয়ান শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তুরস্ককে প্রশংসা করে মার্কেল বলেন, জার্মানির চেয়ে তুরস্কের জন্য এই শরণার্থীরা অনেক বেশি বোঝা হয়ে দাঁড়িয়েছিল।

জাতিসঙ্ঘের তথ্যানুসারে সিরিয়া ও বিভিন্ন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে মার্কেলের অধীনে জার্মানি ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে এক দশমিক দুই মিলিয়ন শরণার্থী ও উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে।

সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com