সংকটাপন্ন শেয়ারবাজার : বাজার সংশ্লিষ্টদের মতে, ২০২০ সালে ধসের যে ৫ কারণ
খুজিস্তা নূর-ই নাহারিন : বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে ২০২০ সালের ধসের নানা অনিয়ম। ১. মিথ্যা তথ্য দিয়ে ভুয়া অডিট রিপোর্টের মাধ্যমে দুর্বল কোম্পানির শেয়ার পাবলিক লিস্টিংয়ের মাধ্যমে বাজারে আনা। ২. পেইড আপ ক্যাপিটাল অর্থাৎ কোম্পানি মূলধনকে প্লেসমেন্ট শেয়ার এবং মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে মাত্রাতিরিক্ত বড় করা। ৩. প্লেসমেন্ট শেয়ার বিতরণে অনিয়ম। নিয়মবহির্ভূতভাবে প্লেসমেন্ট শেয়ার বিতরণ এবং একটি শর্টকাট বাণিজ্য, গ্যাপ মানি। প্লেসমেন্টের মাধ্যমে যে টাকাগুলো বাজার থেকে বের হয়ে গেছে তা আর পুঁজি বাজারে ফিরে আসেনি। বাজার মূলধন এক বছরে এক লাখ কোটি টাকা কমে গেছে। ৪. সেকেন্ডারি মার্কেটে ট্রেড শুরু হওয়ার পর পুনরায় ম্যানুপুলেট করে ৬০-৭০ গুণ দাম বাড়িয়ে বিক্রি করা। ৫. রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি যা পুঁজিবাজারে স্থিতিশীলতা এবং দুঃসময়ে বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সৃষ্টি, তা খারাপ শেয়ার ম্যানুপুলেট করার ক্ষেত্রে ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহৃত হওয়া। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার চেয়ে ব্যক্তি স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী হয়ে লসজনক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হওয়া।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ অবধি কোনো কোম্পানির স্পন্সর ডিরেক্টর, অডিটর, ইস্যু ম্যানেজার কাউকে আইনের আওতায় আনা হয়নি কিংবা দৃশ্যমান কোনো তদন্ত হয়নি ফলে বিনিয়োগকারীদের মাঝে একধরনের আস্থাহীনতা এবং আতঙ্কগ্রস্ততা দেখা দিয়েছে। উপরন্তু এই খারাপ বাজারে আরও দুর্বল কোম্পানি আনার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।