গাইবান্ধা-৫ উপনির্বাচন: অনিয়মের অভিযোগে ৩১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ৩১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে ভোট গ্রহণ শুরুর পর থেকে অনিয়মের অভিযোগে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়।