রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিতে এলেন না কেউ

0

কক্সবাজারে আলোচিত রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলায় প্রথম দিন সাক্ষী না আসায় জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ হয়নি। মঙ্গলবার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, মুহিব উল্লাহ হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন ধার্য্য ছিল। সকালে এই মামলার গ্রেফতার ১৪ আসামিকে জেলা কারাগার থেকে জজ আদালতে হাজির করা হয়। আদালত মামলার বাদীসহ ৭ সাক্ষীদের সমনও ইস্যু করেছিলেন। কিন্তু দুপুর পর্যন্ত কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়নি। তাই মামলার সাক্ষ্যগ্রহণ করা যায়নি।

তিনি জানান, আদালত সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করবেন।

গত ১১ সেপ্টেম্বর মুহিব উল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com