আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত শর্ষের ভেতর ভূত দেখছে: মেনন

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত শর্ষের ভেতর ভূত দেখছে। অতীতে তারা কোনো নির্বাচনই নিরপেক্ষ করতে পারেনি।

গতকাল শনিবার বিকেলে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়ের এক কমিউনিটি সেন্টারে দলের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা কমিটির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চা শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন সমস্যা ও আদিবাসীদের ভূমি রক্ষার বিষয়টি সংসদে তুলে ধরবেন উল্লেখ করে মেনন আরও বলেন, রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। কিন্তু ত্যাগের বদলে ভোগ এবং আদর্শের বদলে সুবিধা পাওয়া বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com