শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যোগ্য নেতৃত্বই পারে একটি দলকে সুসংগঠিত করতে। যোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যায়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি মনে রাখতে হবে সব ক্ষেত্রেই সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। একজন যোগ্য নেতার দ্বারাই দল যেমন এগিয়ে যায়, তেমনি দলের খেয়াল রাখতে হয় কাকে নেতা করলে বা দায়িত্ব দিলে দলেরও মঙ্গল, দেশেরও মঙ্গল হয়।
গতকাল শনিবার (৮ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ও সন্ধ্যায় বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।