ফরিদপুরে জেলা মহিলা লীগের কমিটিতে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

0

ফরিদপুরে জেলা মহিলা লীগের কমিটিতে সদস্য পদ পেয়েছেন মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রানী ভৌমিক।

গত ৩০ সেপ্টেম্বর ঘোষিত এ কমিটিতে ৫৫ নম্বর সদস্য হিসেবে তার নাম রয়েছে। একটি রাজনৈতিক দলের পদে সরকারি বেতনভুক্ত একজন প্রধান শিক্ষিকার পদপ্রাপ্তির খবরে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ বিধি ২৫ -এ উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না। বাংলাদেশে অথবা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন না।

এছাড়া জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন এই সরকারি প্রাথমিক শিক্ষকগণ। তাই একজন ব্যক্তিকে এভাবে দলভুক্তকরণে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com