আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: ইনু

0

আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৷

হাসানুল হক ইনু বলেন, সরকার উৎখাতে বিএনপি-জামায়াত রাজাকারদের যে আন্দোলন, সেখানে জনগণের সংকট মোকাবিলার কোন জাদুর কাঠি নেই৷ অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অস্বাভাবিক ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। যারা শেখ হাসিনা সরকারের বদলে রাজাকারদের দলকে ক্ষমতায় আনতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com