বিএনপিকে জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করেছে: হানিফ

0

জনগণ বিএনপিকে বধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

তিনি বলেন, এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি। মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসল অসুরতো তারাই। ২০০১ থেকে ২০০৬ সালে অসুরের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। জনগণই তাদের বধ করে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। এই অসুর শক্তিকে ধ্বংস করেই আওয়ামী লীগ আজ রাষ্ট্র ক্ষমতায়। যারা নিজেরাই অসুর, তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নামের মতো।

হানিফ বিএনপির সংলাপ প্রসঙ্গে বলেন, বিএনপি বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার মাধ্যমে এটাই প্রমাণ করছে, যে তাদের প্রতি জনসমর্থন নেই। আর এ কারণেই তারা ছোট ছোট দলগুলোকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com