রাস্তায় নেমে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে বিএনপি আক্রমণাত্মক আচরণ করছে: প্রধানমন্ত্রী

0

পরিস্থিতি তৈরির জন্য রাস্তায় নেমে শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে বিএনপি আক্রমণাত্মক আচরণ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির মিছিলে হামলার অভিযোগের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে শান্তিপূর্ণ হচ্ছে, সেখানে তো কেউ কিছু বলছে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরও সমাপনী বক্তব্য দেন।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মাঠে নেমেই আগে কোথায় কাকে কীভাবে আক্রমণ করবে? কীভাবে একটা পরিস্থিতি তৈরি করবে? এমনি মিছিল করলে তো মিডিয়াতে কাভারেজ পাবে না। মিডিয়াতে কাভারেজ পাওয়ার জন্যই তারা এমন ঘটনা ঘটাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com