ইরাকের শক্তিশালী নেতা মোকতাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণা

0

ইরাকের শিয়া নেতা মোকতাদা আল-সদর ঘোষণা দিয়েছেন, তিনি  রাজনীতি ছেড়ে দেবেন এবং তার সকল রাজনৈতিক অফিস ও কার্যক্রম বন্ধ করে দেবেন।

মোকতাদা আল-সদরের এ ঘোষণার কারণে আরও উত্তপ্ত হয়ে ওঠে  ইরাকের রাজনৈতিক পরিস্থিতি। তার সমর্থকরা গ্রিন জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভেতর ঢুকে পড়ে ও সেখানে তাণ্ডব চালায়।

সোমবার একটি বিবৃতিতে মোকাতাদা বলেন, আামি রাজনীতি ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিচ্ছি।

টুইটারে প্রকাশিত বিবৃতিতে এ শিয়া নেতা তার বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, তারা তার কথা শোনেননি।

এদিকে জুলাই থেকে ইরাকের সংসদের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন মোকতাদা আল-সদরের সমর্থকরা। ওই মাসের শেষ দিকে যখন ইরাকের বিরোধী দলগুলো নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার চেষ্টা চালায় তখন সংসদে ঢুকে পড়েন তার সমর্থকরা। তারা সংসদের ভেতর ধ্বংসযজ্ঞ চালায়।

মোকদাতা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার সমর্থকরা বিরোধী দলের সমর্থকদের অবস্থান কর্মসূচির ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

এদিকে গত অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মোকতাদা আল-সদরের সমর্থনকারীরা বেশিরভাগ আসনে জয় পায়। কিন্তু তা সত্ত্বেও তারা সরকার গঠন করতে পারেনি।

জুনে গণহারে নিজের সমর্থনকারীদের পদত্যাগের নির্দেশ দেন আল-সদর। যা সবাই করেন।

মঙ্গলবার ইরানের সুপ্রিম কোর্ট ঘোষণা দেবে যে ইরাকের বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে কিনা।

এদিকে মোকতাদা আল-সদর এর আগেও রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরই রাজনীতির মাঠে ফিরে এসেছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com