‘নুসরাত-মিমিরা তৃণমূল লুটেপুটে খাচ্ছেন’
তৃণমূলের অভিনেত্রী রাজনীতিক নুসরত, মিমি, জুন, সায়নীকে নিয়ে মন্তব্য করে চাপে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। দলের পরে সরব নুসরত, জুনরাও।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতাসুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক মন্তব্যে রীতিমতো ঝড় বইছে রাজনীতিতে। তার দাবি, তৃণমূলে থাকা উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরাত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রী ‘লুটেপুটে খাচ্ছেন’।
আর তার এই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। প্রতিমন্ত্রীর এমনই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বসুরহাটের সংসদ সদস্য টালিউড সেনসেশন নুসরাত জাহান। মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুনও ছেড়ে কথা বলেননি।