তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’
২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ফের কার্যকর করে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে আরও বেশি বাস্তববাদী হতে হবে। আফ্রিকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানজিবারের প্রেসিডেন্ট হুসেইন মুয়িনির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে পরমাণু সমঝোতা তখনই আবার কার্যকর করা সম্ভব যখন যুক্তরাষ্ট্র বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি এমন সময় একথা বললেন যখন ভিয়েনা সংলাপের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের যে জবাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা ইরান পর্যালোচনা করে দেখছে।