মেধাস্বত্ত অধিকার লঙ্ঘন করায় ফাইজারের বিরুদ্ধে মামলা করছে মডার্না

0

ফাইজার ও জার্মান অংশীদার বায়োনটেকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মর্ডানা। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ত অধিকার লঙ্ঘন করায় কোম্পানি দুইটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মডার্না।

শুক্রবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে, করোনা মহামারির বেশ কয়েক বছর আগে তৈরি করা এমআরএনএ প্রযুক্তিটি তারা নকল করেছে। তাই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে তাদের বিরুদ্ধে জার্মানিতে ও যুক্তরাষ্ট্রে মামলা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com