ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে জব্ধ ১১ সেট রাষ্ট্রীয় গোপন নথি নিয়ে যা বললেন আদালত

0

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিলাসবহুল বাসভবন মার-এ-লাগোতে  গত ৮ আগস্ট অভিযান চালায় এফবিআই।

এ সময় সেখান থেকে আরও ২০ টি বাক্স জব্দ করা হয়, যার মধ্যে অন্তত ১১ সেট রাষ্ট্রীয় গোপন নথি ছিল।

গত সোমবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। তার বাড়ি থেকে এফবিআই যেসব নথিপত্র জব্দ করেছে, সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।

কিন্তু বৃহস্পতিবার আদালত বলেছেন, ট্রাম্প যেসব গোপন নথি বেআইনিভাবে তার বাড়ি নিয়ে গিয়েছিল, এগুলোর প্রতিটির একটি করে সম্পাদিত অনুলিপি আদালতে জমা দিতে হবে।

মার্কিন জজকোর্টের বিচারক রেইনহার্ট স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টার মধ্যে এসব নথি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলেন।

এর আগে বিচার বিভাগ এসব নথি হুবহু প্রকাশের ওপর নিষেজ্ঞা আরোপ করেন। এ কারণে এসব নথির সম্পাদিত কপি জমা দিতে বলা হয়েছে।

ট্রাম্পের বাসভবনে ৭০০ পৃষ্ঠার ‘টপ সিক্রেট’ নথি উদ্ধার কেন্দ্রে করে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে।

চলতি মাসে আরও একটি অভিযান চালায় এফবিআই। সেখান থেকে বেশ কিছু গোপন নথি পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এর আগে গত জানুয়ারি মাসে ফ্লোরিডার ওই একই বাড়ি থেকে সাত শতাধিক পৃষ্ঠার রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার করেছিল দেশটির ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com