সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা তুরস্কের
তুরস্কের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল নিরাপদ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরদোগান বলেন, আমি আবারও পুরো বিশ্বের কাছে ঘোষণা করছি যে, আমাদের লড়াই শেষ হবে না, যতক্ষণ না আমরা ৩০ কিলোমিটার গভীর করিডোর দিয়ে আমাদের দক্ষিণ সীমানা সুরক্ষিত করতে পারব।
বৃহস্পতিবার মালাজগার্টের বিজয়ের ৯৫১তম বার্ষিকী উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। খবর ইউনি শাফাকের।
তুরস্কের পূর্ব বিটলিস প্রদেশের অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, দেশের নিরাপত্তা অগ্রাধিকার অনুযায়ী অভিযান চালিয়ে যাবে। তবে অন্য দেশের ভূখণ্ডের দিকে তুর্কির নজর নেই।