বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন।
ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ‘খুবই খারাপ হবে।’
মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়ার সঙ্গে বেনজামিন নেতানিয়াহু বলেছেন, এ চুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে ইরান কয়েকশ বিলিয়ন ডলার পকেটে পুরবে, আর এসব অর্থ তাদের বিভিন্ন প্রক্সিকে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এমন চুক্তির কোনো মানে হয় না। কারণ এটি শান্তি ও নিরাপত্তার বিরোধী, এটি আমাদের ভবিষ্যতের বিরোধী, এটি একটি যাচ্ছেতাই অবস্থা।
জো বাইডেন সরকারের এমন সিদ্ধান্তের আরও সমালোচনা করে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মতো এমন একটি গুরুত্বপূর্ণ দেশ ভুল করতে পারে? উত্তরটা হলো হ্যাঁ। দুর্ভাগ্যবশত ‘আগেও’ এটি হয়েছে।
‘আগে’ বলতে ২০১৫ সালের কথা বুঝিয়েছেন বেনজামিন নেতানিয়াহু। ওই বছর বারাক ওবামার প্রশাসন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে।
নেতানিয়াহু আল আরাবিয়ার কাছে দাবি করেছেন, ইসরাইলের নতুন সাধারণ নির্বাচনে তিনি ফের প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে সম্ভাব্য এ চুক্তির বিরুদ্ধে কাজ করবেন।
সূত্র: আল আরাবিয়া