আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সেলিম ঘৃণিত কাজ করেছেন: হাইকোর্ট
জাল নথি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের মাধ্যমে ভিত্তিহীন রিট করে আদালতের সময় নষ্ট করায় চাঁদপুরের বিতর্কিত ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা সেলিম খান ও অপর দুই রিটকারীকে অর্থদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
রায়ে ইউপি চেয়ারম্যানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আর দুই রিটকারীকে ২৫ লাখ টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দুই মাসের মধ্যে তাদের জরিমানার টাকা সরকারি কোষাগারে জমাদিতে বলা হয়েছে। অন্যথায় তাদের থেকে চাঁদপুরের জেলা প্রশাসককে টাকা আদায় করতে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সেলিম চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে ঘৃণিত কাজ করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে জানান আদালত। তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয় ব্যবহার করে অবৈধ, অনৈতিক ও জনস্বার্থবিরোধী কাজ করেছেন বলেও আদালত বলেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ ২১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।